গন্ধরাজ চিকেন কম সময়ে অতিথি আপ্যায়নের জন্য বেস্ট রেসিপি

গন্ধরাজ চিকেন কম সময়ে অতিথি আপ্যায়নের জন্য বেস্ট রেসিপি
গন্ধরাজ লেবু দিয়ে রান্না করেছি, তাই নাম গন্ধরাজ চিকেন। অনেকের কাছে এই রেসিপিটি লেবু লঙ্কা চিকেন নামেও পরিচিত। যে রাঁধুনীরা ঝামেলার ভয়ে রোস্ট/কোর্মা রান্না করতে চান না, তাদের জন্য এই রেসিপিটি হতে পারে অতিথি আপ্যায়নের জন্য একটা পারফেক্ট ডিস। গন্ধরাজ চিকেন রান্না করার উপকরণগুলি হাতের কাছেই পাওয়া যায়, তাই মেরিনেশনের জন্য অপেক্ষার সময়টা বাদ দিলে তৈরী করতে সময় লাগবে আধা ঘন্টারও কম। আর খাওয়া যাবে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে। চলুন তৈরী করার পদ্ধতিটা দেখে নেই।
রেসিপি ও ছবিঃ রুমানার রান্নাবান্না
বিস্তারিত রেসিপি জানতে নিচের ছবিতে ক্লিক করুন।